শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

 নাঙ্গলকোটে প্রবাসীর বসত ঘর

ভেঙে দেয়ার অভিযোগ

মোঃ  হুমায়ুন কবির মানিক, কুমিল্লাঃ
বাড়িতে কোন লোকজন না থাকায় কুমিল্লার নাঙ্গলকোটে শাহ আলম নামে এক প্রবাসীর বসত ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
২৮-জানুয়ারি শনিবার রাতে উপজেলার পশ্চিম জোড্ডা ইউনিয়নের করপাতি গ্রামের দুয়ারিয়া দক্ষিণ পাড়ার মুহুরীবাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসী শাহ আলমের আত্মীয় নিজাম উদ্দিন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রবাসী শাহ আলম জানান, পরিবার নিয়ে তিনি দুবাই বসবাস করছেন। বাড়িতে কেউ না থাকার সুবাদে পার্শ্ববর্তী মৃত আবুল কালামের ছেলে আবু বকর সিদ্দিক সোহাগ বহিরাগত ২০-২৫ জন লোক নিয়ে আসে।
শনিবার রাতে বসত বাড়িটির দালান ঘরের পশ্চিম পাশের কয়েকটি নির্মাণাধীন কক্ষ ভেঙে ফেলে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ সময় তারা প্রবাসীর বাড়ির সেফটি ট্যাংকির ভেতরে মাটি দিয়ে ভরাট করে ফেলে। এছাড়াও পানি নিষ্কাশনের পাইপ ভেঙে পুকুরে ফেলে দেয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
এর আগেও গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাতেও এক দফায়ই বসত ঘরটি ভাঙার অভিযোগ রয়েছে।
সরেজমিন ঘটনাস্থলে গেলে ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন বয়োঃবৃদ্ধ আবু জাফর মজুমদার বলেন, সোহাগ বাইরের লোক এনে শাহ আলমের দালান ঘর ভেঙে দিয়ে ন্যাক্কারজনক কাজ করেছে। সে কারো কথা মানে না। এলাকার শান্তি-শৃংখলার স্বার্থে আমরা গ্রামবাসী সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
গ্রামের সর্দার আইউব আলী খান বলেন, শাহ আলমের দালান ভেঙে সোহাগ গ্রামে বিশৃংখলা সৃষ্টি করেছে। সে কারো কথা শুনে না। দীর্ঘ ৪০ বছর এ ধরনের ঘটনা দেখিনি। আমরা সোহাগ সহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সাবেক ইউপি সদস্য শামসুল কবির ভুঁইয়া বলেন, সোহাগ এটা ঠিক করেনি। উভয় পক্ষ আমাদের কাছে এলে আমরা সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করব।
অভিযুক্ত আবু বকর সিদ্দিক সোহাগ বলেন, আমি বাচ্চাকে চিকিৎসা দেয়ার জন্য ঢাকায় আছি। দালান ঘর ভাঙার ঘটনায় আমি জড়িত নই।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক নিশাত বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.songbadtoday.com/?p=63808