শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে যুগিরখিল সরকারি

প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ 

আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে যুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধণা, সদ্য বদলীকৃত এবং নব যোগদানকৃত শিক্ষকদের বিদায়-বরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আ. ন. ম মাসুদ, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট নঈমুল হক রাফিদ, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, বীরচন্দ্রনগর আলিম মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোজাম্মেল হক লাওসানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য ফারুক আব্দুল্লাহ, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন যুবলীগ নেতা জামাল হোসেন চৌধুরী।

সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মোতালেব, জুয়েল রানা, শিরিনা আক্তার, একরামুল হক, খাদিজা আক্তার প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে ৩’শ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ