সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের

কল্যাণে কাজ করবো-অর্থমন্ত্রী 

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভা রবিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার রায়হান মেহেবুবে সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন;নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সামছুউদ্দিন কালু, এআইপি, কুমিল্লা মহানগর আ’লীগ উপদেষ্টা অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা আ’লীগ সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল হক, জেলা পরিষদ সদস্য নাছরিন আক্তার মুন্নী, পৌর আ’লীগ সভাপতি মজিবুল হক মিন্টু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক শেখ রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে বটতলী ইউনিয়ন আওয়ীমীলীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।
বটতলী ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউছুফ, সাবেক সভাপতি রফিকুল হোসেন, বটতলী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল জলিল, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, বটতলী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাছান ভূঁইয়া বাছির,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মজুমদার,সদস্য ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, আ’লীগ নেতা মাস্টার আবুল খায়ের আবু, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আফসার, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল হক,ছাত্রলীগনেতা রহমত উল্লাহ রাহাত প্রমুখ।
অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন,আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করবো, কারো সাথে হিংসা বিদ্ধেশ করবো না, আল্লাহ হিংসাকে পছন্দ করেন না, কে কতটুকু উপরে উঠবে এটা আল্লাহর পক্ষ থেকে নিধার্রিত।
আপনারা আমার ভাই, আমি আপনাদের সাথে দেখা করতে বারবার ছুটে আসবো। আপনাদের এলাকার উন্নয়নে যে সকল কাজ বাকি আছে, আমি কথা দিয়ে গেলাম সকল কাজ সমাপ্ত করবো।

https://www.songbadtoday.com/?p=69457