লাকসামে ইসকন নিষিদ্ধের দাবীতে
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
লাকসাম প্রতিনিধিঃ
ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার ছিদ্দিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত দেশ বিরোধী ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে লাকসামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সুন্নী জনতা।
গত ২৯ নভেম্বর লাকসাম ধান বাজার কালিয়া পুরী মসজিদে জুম্মার নামাজ শেষে আহলে সুন্নাত ওয়াজ জামায়াত লাকসাম উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস হাউজিং মসজিদ সংলগ্ন সড়কে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার ছিদ্দিক, মাওলানা আনোয়ার হোসাইন সিরাজীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন, চট্টগ্রাম আদালতে প্রকাশে দিবালকে আইনজীবি সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী ভারতীয় মদদপৃষ্ট উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন বাহীনিকে নিষিদ্ধের দাবী জানাচ্ছি অন্তবর্তীকালিন সরকারের কাছে। অন্যতায় সুন্নী জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সারা দেশে।