বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রিফাতুল, পাবনাঃ
ব্রেড এর প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (BRED) এবং গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন (GFC) এর অর্থায়নে SALT প্রকল্প ব্যবহার করে সম্প্রদায়ের ক্ষমতায়ন পদ্ধতির প্রকল্প সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত সহ বেড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মুত্তালেব সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল কুদ্দুস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং সংস্থার অনেকেই উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রজেক্ট কার্যক্রম এর সাথে সরাসরি বিভিন্নভাবে যুক্ত থেকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি বিভিন্ন সহযোগিতা আশ্বাস দেন।
তিনি স্থানীয় চেয়ারম্যান কে সার্বিক সহযোগিতা করার নির্দেশ প্রদান করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।