বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাদেবপুরে প্রাণি সম্পদ

প্রদর্শনীর উদ্বোধন

মো. জুয়েল মন্ডল, নওগাঁঃ

নওগাঁ মহাদেবপুরে বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক।

ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খাঁন, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, অজিত কুমার মন্ডল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফল খামারী গীতা রাণী। প্রদর্শণীতে একটি ছাগলের ৬টি বাচ্চা, একটি গাভীর ২টি টি বাচ্চাসহ ঘোড়া, খাসি, ভেড়া ও বিভিন্ন পাখির প্রদর্শন করা হয়।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরীতে সফল খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেনউপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজদিখানে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত