বুধবার , ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমাইয়ে প্রাণী সম্পদ সেবা

সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধনী 

লালমাই প্রতিনিধিঃ
১৮ই এপ্রিল বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ অফিস কতৃক আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ -২০২৪ প্রদর্শনীর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদে ভরবো দেশ,গড়বো স্মারক বাংলাদেশ এ স্লোগান নিয়ে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০২৪ প্রদর্য়নীর উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার অলি হালদার, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো: রফিকুল ইসলাম,লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো: আবদুল মোতালেব,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন জয়,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মুজিব, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মালেক, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছোট শরীফপুর ডিগ্রি কলেজের প্রভাষক আমান উল্লাহ আমান, পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মো: হারুনুর রশীদ, লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো: রবিন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রুবেল হোসেন, সহ বিশিষ্ট খামারীগন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীগন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

https://www.songbadtoday.com/?p=84913