মঙ্গলবার , ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে তীব্র গরমে দুর্ভোগে

শ্রমিক ও সাধারণ মানুষ

মোঃ মামুন হাওলাদার, বাগেরহাটঃ
বৈশাখের শুরুর দিন থেকেই বাগেরহাটে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সকাল থেকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে চারদিকে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। তাপমাত্রা বাড়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের।
বিশেষ করে গাড়ি চালক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে অনেক বেশি।
তীব্র গরমে ছন্দপতন ঘটেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। জীবিকার তাগিদে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে দীর্ঘসময় কাজ করতে না পারায় এবং রাস্তায় মানুষের আনাগোনা কম থাকায় ভাটা পড়েছে তাদের আয়ে।
রবিবার বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় খবরাখবর নিয়ে দেখা যায়, সূর্যের প্রচন্ড তাপে নাজেহাল অবস্থায় রিকশাচালক,পথচারী, হকার, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীসহ খেটে খাওয়া মানুষেরা বাইরে আছেন। রোদ থেকে বাঁচতে মাথায় গামছা ও কেউবা আবার মাথায় মাথাল ব্যবহার করছেন।
আবার গরমে হাঁপিয়ে ওঠা অনেকে ক্লান্তি দূর করতে সড়কের পাশে ভ্রাম্যমাণ দোকান থেকে শরবত পান করে তৃষ্ণা মেটাচ্ছেন।
বাগেরহাট সদর উপজেলার একজন রিক্সা চালক বলেন, সকাল ১১টার পর থেকে রোদের তাপমাত্রা বেড়ে যায়। এ সময় গাড়ি চালাতে খুব কষ্ট হয় আমাদের। অন্যদিকে, আগের মতো ভাড়া পাওয়া যায় না।
আবার বেশি সময় ধরে গাড়ি চালানোও যায় না। অল্পতেই পানি পিপাসা পায়। এত কষ্টের মধ্যেও আমাদের জীবন বাঁচানোর তাগিদে রাস্তায় বের হতে হয়। কষ্ট পাচ্ছে প্রাণিকুল। এদিকে কৃষকদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে মাঠের কার্যক্রম।
শরণখোলা উপজেলার একজন কৃষক জানান, কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে কৃষকদের। খুব বেশি সময় মাঠে থাকা যায় না। এখন বোরো ধান কাটার সময় হয়েছে কিন্তু রোদের তীব্রতা বেশি থাকার কারণে মাঠে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে।
অন্যদিকে শুকিয়ে যাচ্ছে উপজেলার বিশুদ্ধ পানি খাবারের পুকুরগুলি। যা মানুষের জীবনযাত্রায় ক্ষতির কারণ হতে যাচ্ছে।
শনিবার বাগেরহাট সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্য মতে, চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

https://www.songbadtoday.com/?p=85502



আগামী ২১ তারিখ আনারস প্রতীকে ভোট দিবেন-ইন্জিঃ রিপন

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বেড়েই চলছে ডাকাতি 

পীরগাছায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণা

মহাদেবপুরে পিএফজি কমিটির সাথে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের মতবিনিময় 

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান হিসেবে জুয়েল কে দেখতে চায়

মহাদেবপুর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে মাদক বিরোধী সচেতনতায় শিক্ষকদের মেন্টর তৈরি প্রশিক্ষণ

 বুড়িচং উপজেলায় ৯ প্রার্থীর প্রতীক বরাদ্ধ

সুন্দরগঞ্জে ছাড়িয়ে গেছে বোরো চাষের লক্ষ্যমাত্রা