রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমাইয়ে সর্বজনীন পেনশন স্কিম

মেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লালমাই প্রতিনিধিঃ
“সুখে আগামী দিন,পেনশন এখন সর্বজনীন” এ স্লোগান নিয়ে জাতীয় পেনশন কতৃপক্ষ অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৭ আগষ্ট, ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম শুভ উদ্বোধন করেন।
৫ই মে রবিবার দিনব্যাপী লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও বাকই উত্তর ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মেলা-২০২৪ পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে সর্বজনীন পেনশন স্কিম মেলা-২০২৪ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
বিশেষ অতিথির স্বাগত বক্তব্য রাখেন বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সর্বজনীন পেনশন স্কিম মেলা-২০২৪ এ উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা কৃষি অফিসার অলি হালদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: ফাহমিদা আফরোজ ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফরহাদ আলম খান, সোনালী ব্যাংক বাগমারা শাখার ম্যানেজার মো: নজরুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ বাগমারা শাখার ডিজিএম মো: হানিফ, উপজেলা প্রকল্প অফিসার মো: জাকির হোসেন, উপজেলা পরিবার- পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাফর আল সাদেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মোতালেব হোসেন, মো: আবুল কালাম আজাদ, উপজেলা আইসিটি অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মো: সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান মুজিব, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: ইলিয়াস কাঞ্চন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, কাপাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসীম উদ্দিন, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুমা বেগম, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহপরান সওদাগর, লালমাই থিয়েটারের সভাপতি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সিএ মো: সাইফুল ইসলাম, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের আবদুল করিম মেম্বার সহ সকল মেম্বারগন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন সচিবগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন।
বাংলাদেশ যে কোন স্থান থেকে যে কোন ব্যাংক,অনলাইন ব্যাংকিং, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ কতৃকপক্ষ এ স্কিমে অংশ গ্রহণে যাবতীয় তথ্য ও টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন।
সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশী অংশ নিতে পারবেন। ৫০ উর্ধ্ব নাগরিকগন ১০ বছর জমা দিতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র নিজের ও নমিনির, ব্যাংক একাউন্ট নাম্বার লাগবে।সুরক্ষা ও প্রগতি স্কিমে যে কউ জমা দিতে পারবেন।
প্রবাসীগন প্রগতি ও সুরক্ষা স্কিমে জমা দিতে পারবেন।দারিদ্র্য সীমার নিচের নাগরিকগন সমতা স্কিমে ৫০০ টাকা জমা দিলে সরকার আরো ৫০০ টাকা জমা দিবেন, যা মোট ১০০০ টাকা জমা হবে। ৬৫ বছর বয়সের পর নাগরিকগন প্রতি মাসে জমাকৃত টাকার পেনশন সুবিধাভোগ করবেন।
উনাদের মৃত্যুর পরে নমিনিগন এ সুবিধা পাবেন। নাগরিকগণের নিজস্ব ব্যাংক একাউন্টে টাকা জমা হবে।

https://www.songbadtoday.com/?p=85896