রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসামে কৃষককে দেয়া হলো কোটি টাকার কম্বাইন হারভেষ্টার

মোঃ আবুল কালাম, লাকসামঃ
 কুমিল্লার লাকসামে সরকারি সহায়তায় তিনজন কৃষককে ৫০% ভর্ভুকি মূল্যে কম্বাইন হারভেষ্টার দেয়া হয়েছে। ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের মেশিন ৩টি উপজেলা কৃষি কার্যালয়ে হস্তান্তর করা হয়।
রোববার (৫ মে) উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিনের সভাপতিত্বে কম্বাইন হারভেষ্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা কৃষি প্রকৌশলী মোঃ বদরুজ্জামান মুসলিমী, লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ।
এসময় অন্যান্য কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল-আমিন জানান, উপজেলার ৩ জন কৃষকের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্রপাতি  কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়।
এরা হলেন, আজগরা ইউনিয়নের শুকতলা গ্রামের রাকিব হোসেন জয়, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামের চৌধুরী গোলাম রাসেল ও নোয়াপাড়া গ্রামের নিমাই চন্দ্র দেবনাথ।
কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন আরও জানান, অল্প সময়ে, কম শ্রমিকে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের জন্য ব্যবহৃত মেশিন ৩টির মধ্যে একটির মূল্য ৩৩ লাখ টাকা এবং অপর দুটির মূল্য ৪০ লাখ টাকা প্রতিটি। এক্ষেত্রে সরকারিভাবে ৪৫ লাখ ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়।