রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী শনিবার স্বরূপানন্দ পরমহংসদেব

ও সংহিতা দেবীর সমাধি দিবস 

মানিক দাস, চাঁদপুরঃ
আগামী ২৭ এপ্রিল শনিবার অখন্ড মন্ডলেরশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও তার সুযোগ্য মানসকন্যা মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী মামনি সংহিতা দেবীর সমাধি দিবস। এ উপলক্ষে চাঁদপুর অযাচক আশ্রম কর্তৃপক্ষ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
ঐদিন পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে  শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ৪০ তম তিরোধান দিবস। একই সাথে মানসকন্যা মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী মামনি সংহিতা দেবীর ১৬ তম তিরোধান দিবস উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া আরো রয়েছে ভোর সাড়ে পাঁচটায় ঊষা কীর্তন, সকাল আটটায় মঙ্গল শঙ্খধ্বনি, নবীন যুগের নববেদ শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে পাঠ। সকাল সাড়ে আটটায় সমবেত উপাসনা ।
সকাল সোয়া ১০ টায় ব্রহ্মগায়েত্রী গীত। নীরব মহানাম যপযঞ্জ।পৌনে ১১ টায় হরি ওঁ মহানাম সংকীর্তন। বেলা ১২ টায় স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা শান্তিবাচন  ও প্রসার বিতরণ করা হবে।
সমাধি দিবসের দিনব্যাপী কর্মসূচিতে সকল সনাতনীদের  অংশগ্রহণ করার জন্য চাঁদপুর অযাচক আশ্রম কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

https://www.songbadtoday.com/?p=85308